ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দুধনই বাজারে আগুন লেগেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এখনও কাজ করছে।
ধোবাউড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আরিফুল হক নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রাত সাড়ে ৯ টার দিকে উপজেলার দুধনই বাজারের চৌরাস্তায় আনাছ মুন্সির কাপড়ের দোকানে আগুন লাগার সংবাদ পাই। ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট আগুন নেভাতে এখনও চেষ্টা করছে। আশা করছি কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসবে।
তিনি বলেন, ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত। তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা পরে জানা যাবে।